প্রত্যেক ব্যক্তির কে তার পূর্ব জন্মের কর্মের ফল অবশ্যই ভোগ করতে হয় ।পূর্ব জন্মের শুভ অশুভ কর্মের কারনে ব্যক্তি কখন সুখ কখন দুঃখ এর সামনে দাঁড়াতে হয় । এই পূর্ব জন্মের কর্মের বিষয়ে জানতে এবং বর্তমান জন্মের বিষয়ে জানতে মানুষ জ্যোতিষ শাস্ত্রের আশ্রয় নেয় । জ্যোতিষীরা ৯ গ্রহ ২৭ নক্ষত্র অবস্থান বিশ্লেষণ তার অতীত বর্তমান ভবিসৎ বলে দিতে পারে ।
আজকে আমার আলোচ্য বিষয় মঙ্গল গ্রহ ও তার প্রভাব নিয়ে । সমস্ত গ্রহ তার মহাদশা অন্তর দশা তে তার শুভ অশুভ ফল প্রদান করে , এবং তার প্রভাব মানুষের গতিবিধি নিয়ন্ত্রন করে । সে যে সুখ দুঃখ প্রাপ্ত এর পিছনে এই সমস্ত গ্রহের ভুমিকা থাকে ।