Tuesday, December 29, 2015

সাচাব্বাশির নাশক মন্ত্র

                              ব্বাশির নাশক মন্ত্র


এটি একটি কষ্ট কারী রোগ । এতে অসহ্য বেদনা হয় । এই রোগ মল দ্বারে হয় । যদি রোগী স্ত্রী হয় তাহলে সংকোচ বশতঃ সে কাউকে বলতে পারে না । না সে আরাম থেকে উঠতে বসতে পারে না । শৌচ এর সময় ভয়ংকর পীড়া হয় । এই রোগে গুহ্য দ্বারে ব্যথা ঘা ও রক্ত স্রাব হয় । এটা এমন একটা ব্যাধি যার একবার তাকে নারকীয় যন্ত্রণা সহ্য করতে হয় ।
নিম্ন লিখিত  শাবর মন্ত্র প্রয়োগ করে রোগী কষ্ট মুক্ত করা যায় ।

প্রথম মন্ত্র 

ওঁ কাকা করতা করী কর্তা ওঁ কর্তা সে হোই ,যর সনা দশ হুশ প্রকটে খুনি বাদী ব্বাশির ন হোয়ে , মন্ত্র জানকে ন বতাবে দ্বাদশ ব্রম্ভা হত্যা কা পাপ হোয় , লাখ জপ করে তো উসকে বশ না হোই , শব্দ সাচা পিণ্ড কাচা , হনুমান জী কা মন্ত্র সাচা , ফুরমন্ত্র ঈশ্বরও বাচা ।


                                                      এই মন্ত্রকে হোলি , দীপাবলি ,বা গ্রহণ কালে ১০৮ বার জপ করে সিদ্ধ করে নিতে হবে । তার পর প্রতিদিন জলকে অভি মন্ত্রিত করে ঐ জল দিয়ে শৌচ করতে হবে ।
এই ক্রিয়া ২১ পর্যন্ত করতে হবে । এই মন্ত্র ঝাড় ফুক করলে হবে ।

No comments:

Post a Comment