Tuesday, February 2, 2016

ভৈরব নাথ সাধনা

                                জয় বাবা ভৈরব নাথ ,জয় বাবা ভৈরব নাথ জয় বাবা ভৈরব নাথ





মানুষ আবশ্যিক ভাবে বাবা ভৈরব নাথের স্বরন ,পুজন ,মন্ত্র জপ করে । ভগবান ভৈরব নাথের নাম শুনলে অনেক লোক ভয় ভীত হয় । আর তারা বলেন ভগবান ভৈরব উগ্র দেবতা ,এর সাধনা বাম মার্গে হয় তাই সাধারন মানুষের উপযোগী নয় ।
ভগবান ভৈরব নাথের অবতার এর বর্ণনা পায় আমরা পুরানে । কোথাও স্বয়ং শিব কোথাও ভগবান বিষ্ণু । তেমনি ভৈরব উপাসনার বিভিন্ন বিধান আছে । রুদ্রজামাল গ্রন্থে বহু প্রয়োগ আছে ।
শ্রী ভৈরব দেব কে ভগবান শিবের সাক্ষাৎ অবতার বলা হয়েছে । ভোলানাথের মত শীঘ্র প্রসন্ন হয়ে মনে কামনা পুরন করেন । ইনাকে প্রসন্ন করার কর্ম কাণ্ড কঠোর নিয়ম পালন করতে হয় ।
ভৈরব বাবার ভয়ে অগ্নি ও সূর্য তপ্ত হয় ।
সেই ভৈরব বাবা মোক্ষ এবং সংসার রের স্বরুপ ,এবং সংসারের সব সুখ দান কারী ভগবান শিব কে নমস্কার ।
এখানে আমি ধারা বাহিক ভাবে ভৈরব উপাসনার বিধি আর প্রয়োগ নিয়ে আলোচনা করব ।

No comments:

Post a Comment