Wednesday, February 3, 2016

মানস পুজা , ভৈরব নাথ চন্দন

মানস পুজা । আরাধ্য দেবতা কে আপনি যে পুজা আর্চনা করুন না কেন , বিভিন্ন দ্রব্য দিয়ে আমরা পুজা করি আমাদের আরাধ্য দেবতা কে । কিন্তু  মানস পুজা করে সহজে তার আরাধ্য দেবতা কাছে তার মনস্কামনা পুরন করতে প্রার্থনা করতে পারেন । বস্ত্র আভুষন চন্দন মালা ধুপ দীপ দিয়ে যা করি ।
পুজা সমগ্রি যোগার করতে মানুষ মানুষর যে সময় লাগে তা মানস পুজা করে সহজে তার আরাধ্য কে সেবা করতে পারে ।
পঞ্চউপাচারে পুজন বিধি ঃ
নিস্কাম ভাবে নিত্য শ্রী ভৈরব নাথের উপাসক ব্রম্ভমুহুরতে নিদ্রা ত্যাগ করে শৌচ আদি করে স্নান ইত্যাদি করে পবিত্র স্থানে পূর্ব দিকে কাল রং এর আসনে তাকে স্থাপিত করে { ভাগবান ভৈরব নাথের }
তার কাল কম্বলের আসনে ধুপ দীপ আর চামেলি তেলের প্রদীপ জ্বালাবেন ।
১ পুস্প ২ চন্দন ৩ধুপ  ৪ দীপ ৫ নৈবেদ্য
সাধক এবার কালো রঙের কাপড় মাথায় দেবেন । কালো আসনে বসবেন । গঙ্গা জল ছিটয়ে এই মন্ত্র টি পাঠ করবেন আর বলবেন মনে মনে কেউ পবিত্র হয় , অপবিত্র হয় অথবা আর কেউ কোন অবস্থা তে হোক না কেন যে পুণ্ড্ররিকা খকে কে স্মরণ করে সে বাইরে ভিতরে থেকে পরম পবিত্র হয়ে যায় ।
অতএব ওঁ রুপ পুণ্ড্র রিকাখ আমাকে পবিত্র কর ।
আমরা যে দেব দেবী পুজা করি না কেন সর্ব প্রথম শ্রী গণেশের আরাধনা করে নিতে হবে ।
ওঁ গং গণেশায় নম ঃ 

No comments:

Post a Comment