Thursday, January 14, 2016

ভাগ্যং ফল তি সর্বত্র ,

অর্থাৎ ভাগ্যই সর্বত্র সুফল আবার কুফল প্রদান করে থাকে । ভাগ্য নিয়তির নামে কখন ও হাসি কখন বিষাদ নিয়ে আসে । তাই ভাগ্যকে সঙ্গী করে আপন কর্ম পথে পথ আবিস্কার করে আমাদের এগিয়ে যেতে হবে । এর সাথে ভাগ্য সুপ্রসন্ন করে কাজ করার নাম হল পুরুষকার ।
মানুষ ভাগ্যের হাতের পুতুল । কথাটা সত্যি । কিন্তু ভাগ্যকে সুপ্রসন্ন করাও খুব সহজ । সেই সহজ উপাই আমাদের গ্রন্থ্‌ বলা হয়েছে । অনেকে বলেন কাজ করে যাও ফল পাবে । কাজ করলে শুভ ফল পাব এটা কে নির্ধারণ কে করবে ? আবার অনেকে বলেন ঈশ্বর কে ডাকো তিনি তোমার দুঃখ দুর্দশা দুর করে দেবেন ।
কথা সত্যি হয়ত । তাকে ডাকলে আরাধনা করলে অভীষ্ট সিদ্ধ হয় । সেটা কে বলে দেবে । মানুষ ঈশ্বরের করুণা পায় । তার জন্য ধৈর্য রাখতে হয় ।

এই অবস্থায় মানুষের কাজ হল ঃ
১ ঈশ্বরে বিশ্বাস রেখ ।
২ তিনি বিশ্ব নিয়ন্তা এটা মনে রাখতে হবে ।
৩ সেই সঙ্গে জানতে হবে গ্রহ দের ও কার্যকারিতা কে ।
৪ গ্রহ গন ঈশ্বরের স্বরুপ এবং দেবতার দুত হিসাবে কাজ করে ।
৫ গ্রহ গন তোমাকে সুকর্ম দুষ্কর্ম করিয়ে থাকে ।
ঈশ্বরের নির্দেশে গ্রহ গন কাজ করে । তবে এদের তুষ্টি উপর অনেক ফলাফল নির্ভর করে ।
আমরা আলোচনা করবো  নয়টি গ্রহ , সাতাশটি নক্ষত্র নিয়ে । রাশি নিয়ে ।
মেষ রাশি ঃ
রাশি চক্রের প্রথম রাশি মেষ । রাশি অধিপতি মঙ্গল । সংখ্যা ৯  এই রাশির জাতক জাতিকার জীবন রহস্যের সন্ধানী ও বুদ্ধি দিপ্ত হয়ে থাকে ।
বৃষ রাশি ঃ
রাশি চক্রের দ্বিতীয় রাশি । রাশি অধিপতি শুক্র । সংখ্যা ২ এই রাশির জাতক জাতিকার জীবনে অনেক উত্থান পতনের ভিতর দিয়ে অগ্রসর হতে হয় এদের । যত বিপত্তি আসুক কিছু সুখে সুযোগ এরা পাবেন ।
মিথুন রাশি ঃ রাশি চক্রের তৃতীয় রাশি মিথুন । রাশি অধিপতি বুধ । সংখ্যা ৩ । ধীর গতিতে এদের ভাগ্য এগোয় । আর্থিক উন্নতি ঘটে । সরলতা , সততা , সত্যবাদিতা হয় এদের মুল্ধন ।
কর্কট রাশি ঃ রাশি চক্রের চতুর্থ রাশি কর্কট । রাশি অধিপতি চন্দ্র । সংখ্যা ৪ । এরা পরিশ্রমী উদ্যমী উচ্চাকাঙ্ক্ষী । কল্পনা প্রবণ । এরা জীবনে দুর্বিষহ যন্ত্রণা পেলেও চুরান্ত ক্ষতি হয় না ।
সিংহ রাশি ঃ রাশি চক্রের পঞ্চম রাশি সিংহ । এরা সদা চঞ্চল , ভাব প্রবন আবেগ প্রবণতা র জন্য এরা মানসিক আঘাত পায় । বিশেষ কিছু প্রতিভা নিয়ে এরা জন্ম নেয় । সংখ্যা ১ ।
কন্যা রাশি ঃ রাশি চক্রের ষষ্ঠ স্থানে কন্যা রাশি । এর অধিপতি বুধ,। সংখ্যা ৫ । ভাব প্রবণতা জন্য অনেক সময় ঠকতে হয় ।
তুলা রাশি ঃ রাশি চক্রের সপ্তম রাশি তুলা । রাশি অধিপতি শুক্র । সংখ্যা ৭ । এরা নিজেদের ভাগ্য নিজেরা সৃষ্টি করেন । একটা সুন্দর পরিবেশে এদের জীবন কাটে । এরা খুব মাতৃ ভক্ত হয়ে থাকে ।
বৃশ্চিক রাশি ঃ রাশি চক্রের অষ্টম রাশি । রাশি অধিপতি মঙ্গল । সংখ্যা ৮ । প্রবল প্রতিকুলতার মধ্যে এদের ভাগ্য গড়তে হয় । সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এই নীতি মেনে চলেন ।
ধনু রাশি ঃ রাশি চক্রের নবম রাশি ধনু রাশি । রাশি অধিপতি বৃহস্পতি । সংখ্যা ৯ । এই রাশির জাতকরা এরা কখন ও এরা পরিশ্রমী আবার কখন অলস হয়ে থাকে । এরা বহু ভাষী কখন চুপ থাকেন । সবার জন্য চিন্তা করেন । ভ্রমণে আনন্দ পায় । এরা আস্তিক ও নাস্তিক দুই হয় ।
মকর রাশি ঃ রাশি চক্রের দশম রাশি । এই রাশির অধিপতি শনি । এরা আত্মীয় স্বজন থেকে বন্ধু থেকে স্নেহ ভালবাসা পেয়ে থাকে ।  এরা খুব তারাতাড়ি উন্নতি করে ।
কুম্ভ রাশি ঃ রাশি চক্রের একাদশ রাশি । এই গ্রহের অধিপতি শনি । সংখ্যা ৮ ।
মীন রাশি ঃ রাশি চক্রের দ্বাদশ রাশি মীন । অধিপতি বৃহস্পতি
মানুষ জীবনে শোক দুঃখ ব্যাধি ও মৃত্যু আছে । মানব সভ্যতা র প্রথম অরুণোদয় থেকে একদল প্রজ্ঞাবান মানুষ , সত্য দ্রষ্টা ,প্রতিভাবান ঋষি রা কঠোর সাধনা করে গেছে । তাদের সাধনা লব্ধ অমৃত ফল যুগ যুগ ধরে চতুর ও ভক্তিমান নরনারী আস্বাদন করে এই পার্থিব নিজেদের বিড়ম্বিত ভাগ্য কে সুপ্রসন্ন করে তুলেছেন । সুখ সম বৃদ্ধি র উচ্চ সপান বেয়ে এগিয়ে গেছেন ।

astrology
Tantra jyotish anusndhan kendra

No comments:

Post a Comment